ফক্রেঃ গ্রিস্ট |
পঙ্গপালের ইংরেজী সজ্ঞায় উইকিপেডিয়াতে বলা হয়েছে-
"a collection of certain species of short-horned grasshoppers in the family Acrididae that have a swarming phase)" ।
অর্থাৎ, পঙ্গপাল হচ্ছে এক্রিডিডি পরিবারভূক্ত কিছু নির্দিষ্ট খাটো-শিং ঘাসফড়িং যারা জীবনের একটা নির্দিষ্ট পর্যায়ে বিশাল আঁকারের দল বেধে একসাথে উড়ে বেড়ায়।
যুগ যুগ ধরে সারা দুনিয়ার কৃষি খাত এঁদের সবথেকে ভয়ংকর রূপটি দেখে আসছে। সর্বপ্রথম খ্রিষ্টপূর্ব আনুমানিক ২০০০ অব্দে মিশরে ফসলের উপরে পঙ্গপালের ধংসাত্মক লীলার বর্ণনা পাওয়া যায়। পরিবেশ অনুকূলে থাকলে, এঁদের সোয়ারমিংয়ের আঁকার ৪৬০ বর্গকিলোমিটার পর্যন্ত হতে পারে!
পঙ্গপালের কারণে ক্ষতির পরিমাণঃ
একটি পূর্ণবয়স্ক পঙ্গপাল দিনে ০.২ গ্রাম পর্যন্ত সবুজ গাছপালা খেতে পারে। এঁদের একেকটা নিম্ফও দিনে প্রায় ১০০-৪৫০ মিলিগ্রাম সবুজ গাছপালা খেয়ে থাকে। যদি এক বর্গমিটারে ৫০ টি পঙ্গপাল থাকে, তাহলে এটা মনে করা হয় যে, এতে ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় ১০০ কেজি/হেক্টর/দিন!
পঙ্গপাল সোয়ারমিংয়ের এর জন্য উপযুক্ত পরিবেশ/আবহাওয়াঃ
পঙ্গপালের ক্ষেত্রে শারীরবৃত্তীয় কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য সর্বোত্তম তাপমাত্রা পরিসর হচ্ছে ৩৫-৪০ ডিগ্রি সেলসিয়াস। যে সব এলাকায় বছরের নির্দিষ্ট সময় জুড়ে এই পরিসরের তাপমাত্রা বিরাজ করে, সেসব এলাকায় পঙ্গপালের আক্রমণ বেশি দেখা যায়। আর ঠিক এই কারণেই মরুভূমি অঞ্চচলের ফসলের খেতে পঙ্গপালের আক্রমণ সব থেকে বেশি। ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে এঁদের কার্যকলাপ কমতে শুরু করে এবং ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে এঁদের দৈহিক কার্যকলাপ বন্ধ হয়ে যায়।
স্বীকৃতিঃ লেডফোরডস, এন এস দব্লিউ, উইকিপিডিয়া
No comments:
Post a Comment
Thanks for commenting