ছবিঃ এলোজেলো (গ্লাস) (ফক্রেঃ স্টার্টআপ নিউজ) |
দিনে দিনে বেড়েই চলছে পরিবেশ দূষণ।নানা কারণে হয়ে থাকে এই পরিবেশ দূষণ। যে সব উপাদানের কারণে পরিবেশ দূষণ হয়ে থাকে তাদের মধ্য থেকে অন্যতম উপাদানটি হচ্ছে প্লাস্টিক।অন্যদিকে, আমারা আমাদের প্রাত্যহিক জীবনে যখন যেভাবেই প্লাস্টিক সামগ্রী ব্যাবহার করছিনা কেন, অধিকাংশ ক্ষেত্রেই এই প্লাস্টিক বর্জ্যের শেষ গন্তব্যস্থল হয়ে থাকে সমুদ্র।আর ঠিক এই কারণেই আজ সমুদ্র এবং সামুদ্রিক প্রাণী পড়েছে চরম বিপর্যয়ের মুখে ।
এই বিপর্যয় থেকে মুক্তির দিকে একধাপ এগিয়ে এসেছেন ইন্দোনেশিয়ার একদল উদ্যোক্তা।সামুদ্রিক বর্জ্যের পরিমাণ কমাতে তারা সামুদ্রিক শৈবাল দিয়ে তৈরি করেছেন এক ধরণের গ্লাস যাতে করে পানীয় পান করার পরে খেয়ে ফেলা যাবে গ্লাস্টিও! সম্পূর্ণরূপে রাসায়নিকবিহীন এই গ্লাসটির নাম দেওয়া হএছে এলোজেলো।চারটি ভিন্ন স্বাদে তৈরি এলোজেলো খেতে জেলীর মতো। এলোজেলো গ্লাস প্রস্তুতুকারী প্রতিষ্ঠানেটির নাম 'ইভোওয়্যার'। ভিডিও দেখতে ক্লিক করুনঃ
ভিডিওঃ গ্লাস 'এলোজেলো' (ভিক্রেঃ টেক ইনসাইডার)
বিস্তারিত জানতেঃ যমুনা টেলিভিশন