ছবিঃ স্যালমন ফিশ (রিজার্ভেশন ) |
লিখেছেনঃ মুহাম্মদ আব্দুল মান্নান (এডমিন)
অক্সিজেন ছাড়া বাঁচতে পারে এমন জীবসত্তার কথা চিন্তা করতেই আমাদের মাথায় যে নাম গুলো আসে সেগুলো হচ্ছে- ফাংগাই (Fungi), অ্যামিবা অথবা সিলিয়েটস; যে গুলোর কোনটিই প্রাণী না।অন্যদিকে, কোন প্রাণী অক্সিজেন ছাড়া বাঁচতে পারেনা, একথা আমরা এতদিন কোন সন্দেহ ছাড়াই বলে এসেছি। কিন্তু বিজ্ঞানের অতি সাম্প্রতিক একটি গবেষণা বলছে, অক্সিজেন ছাড়াও বেঁচে থাকতে পারে এমন প্রাণীর সন্ধান পাওয়া গেছে।
যুগান্তকারী এই গবেষণাটি করেছেন তেল আবীব বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গবেষণা লব্ধ ফলাফল গত ২৫ ফেব্রুয়ারী, ২০২০ ইং তারিখে তেল আবী্ব বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় বিজ্ঞান একাডেমির প্রসিডিংয়ে প্রকাশ করা হয়।
সেখানে বলা হয়, Henneguya salminicola- দশেরও কম সংখ্যক কোষ বিশিষ্ট একটি পরজীবী প্রাণী যা স্যালমন ফিশের অক্সিজেন মুক্ত মাংশ পেশিতে বসবাস করে। এর আবিষ্কারের পিছনের গল্পটাও মজার। এটি একটি দৈবাৎ আবিষ্কার। গবেষক দলের প্রধান, প্রফেসর হ্যাসন যখন Henneguya এর জিনোম অ্যাসেম্বল করছিলেন, তখন খেয়াল করলেন যে Henneguya- এর মাইটোকন্ড্রিয়াল জিনোম অনুপস্থিত! মাইট্রোকন্ড্রিয়া হচ্ছে কোষের পাওয়ার হাউস যা শক্তি তৈরী করার জন্য অক্সিজেন ধরে রাখে। যেহেতু Henneguya- এর কোষে মাইটোকন্ড্রিয়াই ছিলোনা, তাই বলা যায় যে প্রাণীটি অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে। আর এভাবেই আবিষ্কৃত হয় প্রথম নন-অক্সিজেন ব্রেথিং প্রাণীটি।
স্বীকৃতিঃ ডেইলি সাইন্স
No comments:
Post a Comment
Thanks for commenting