![]() |
ছবিঃ পারমাফ্রস্ট (এস্ট্রোবায়োলোজি মেগাজিন) |
অনুবাদকঃ মুহাম্মাদ আব্দুল মান্নান
ক্রমেই বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে, পারমাফ্রস্ট* এবং মিথেন হাইড্রেটস*-এর মত প্রাচীন কার্বন আধার গুলো ভেঙ্গে গিয়ে অস্বাভাবিক পরিমাণে গ্রীন হাউস গ্যাস- মিথেন নির্গমনের সম্ভাবনাও বেড়ে যাচ্ছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নির্গত মিথেন গ্যাস কি বায়ুমন্ডল পর্যন্ত পৌছবে? গবেষকরা বলছেন, এমনকি যদিও বৈশ্বিক তাপমাত্রার প্রতি সাড়া দিয়ে প্রাকৃতিক মিথেনের আধার গুলো মিথেন গ্যাসের নির্গমন করেও, খুব অল্প পরিমাণ গ্যাস বায়ুমন্ডলে পৌছতে পারবে। তাই, আমাদের উচিত হবে প্রাকৃতিক গ্রীন হাউস গ্যাস নির্গমনের দিকে নজর না দিয়ে মানব সৃষ্ট গ্রীন হাউস গ্যাস নির্গমনের দিকে নজর দেওয়া।
পারমাফ্রস্টঃ পারমাফ্রস্ট হচ্ছে এমন একটি ভূমি রুপ যা বছরের পর বছর অতি ঠান্ডার কারণে জমাট বেধে থাকে।
মিথেন হাইড্রেটসঃ মিথেন হাইড্রেটস হচ্ছে এমন একটি বরফ রুপ গঠন যার অণু সমুহের মধ্যে মিথেন গ্যাস আটকে থাকে।
কৃতজ্ঞতাঃ প্রতিদিন বিজ্ঞান